সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাঞ্চল্যকর অপহৃত যুবক রিপনকে (২০) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বন্ধু সৈকতকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ঘটনার এক সপ্তাহ আগে অপহৃতার বড় ভাই বিদেশ থেকে আসেন। অর্থ আদায়ে বৃহস্পতিবার রাতে অপহৃত রিপনকে তার কয়েক বন্ধু স্থানীয় স্কুল মাঠে ডেকে নেয়। পরিকল্পিত ভাবে তাকে অপহরণ করে ওই বড় ভাইয়ের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। এ জিডির প্রেক্ষিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ওইদিন রাতেই এলাকায় অভিযান চালিয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় অপহৃত রিপনকে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনার ১২ ঘন্টার মধ্যে অপহৃত যুবক উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার হওয়ায় এলাকায় পুলিশ প্রশংসিত হয়েছে ।